Mithun Chakraborty: জলপাইগুড়িতে তাসা-ব্যান্ড পার্টির তালে কোমর দোলালেন মহাগুরু, মানুষের ঢল ময়নাগুড়িতে
মিঠুন চক্রবর্তীর রোড শোতে ময়নাগুড়িতে জনজোয়ার। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা জয়ন্ত কুমার রায়ের সমর্থনে রবিবার সন্ধ্যায় ময়নাগুড়ি সুভাষ নগর থেকে হুট খোলা গাড়িতে প্রায় ৪ কিলোমিটার রোড শো করেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস
অভিনেতাকে দেখতে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি ভিড় জমায় প্রচুর সাধারণ মানুষ। রাস্তার দুধারে দাঁড়িয়ে প্রচুর মানুষ মহাগুরুর ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস
শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা কেউ দেয়ালে দাঁড়িয়ে, কেউ ছাদে দাঁড়িয়ে, বাসের উপর দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন। রোড শো চলাকালীন ময়নাগুড়ি শহর থেকে জলপাইগুড়ি যাওয়ার রাস্তা কার্যত স্তব্ধ হয়ে যায়। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস
বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়কে সাথে নিয়ে হুটখোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নাড়িয়ে বিজেপিকে জয়ী করার জন্য আহ্বান জানায় মহাগুরু। নতুন ভোটার এবং যুবকদের উদ্দেশ্যে তিনি বার্তা দিলেন কেউ ভোট নষ্ট না করে বিজেপিকে ভোট দিবেন। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস
এদিন এই সুবিশাল রোড শো ময়নাগুড়ি ট্রাফিক চৌপতিতে এসে শেষ হয়। -তথ্য ও ছবি-প্রদ্যুত্ দাস