নাগপুরে আরএসএসের সদর দফতরে মিঠুন, তবে কি আগামী দিনে গেরুয়া শিবিরে?
নিজস্ব প্রতিবেদন: সারদাকাণ্ডে তৃণমূলের সঙ্গে তৈরি হয়েছিল দূরত্ব। দীর্ঘদিন ধরেই তিনি অজ্ঞাতবাসে। সেই মিঠুন চক্রবর্তীকে পঞ্চমীতে দেখা গেল নাগপুরে আরএসএসের সদর দফতরে।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন একদা সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ মিঠুন চক্রবর্তী। কিন্তু সারদাকাণ্ডে তাঁর নাম জড়ানোর পর রাজনীতি থেকে দূরত্ব রাখতে শুরু করেন অভিনেতা।
২০১৬ সালে ডিসেম্বরে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন মিঠুন। তারপর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি। অতিসম্প্রতি তারাপীঠে পুজো দেখতে এসেছিলেন মিঠুন চক্রবর্তী।
রাজনীতি থেকে দীর্ঘদিন দূরে থাকার পর বৃহস্পতিবার আরএসএসের সদর দফতরে হাজির হন মিঠুন। সেখানে সঙ্ঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের মূর্তিতে পুষ্প অর্পণ করেন অভিনেতা।
আরএসএসের সদর দফতরে মিঠুনের উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবে তৈরি হয়েছে জল্পনা। আচমকা কেন নাগপুরে গেলেন অভিনেতা? তাহলে কি বিজেপিতে আগামী দিনে দেখা যাবে মিঠুনকে? সেটা হয়তো বলবে ভবিষ্যত।