Singur Local: বছরের প্রথম দিনই তুমুল বিক্ষোভ! সিঙ্গুরে আন্দোলন লোকাল আটকে তুলকালাম বেচারামের...

Wed, 01 Jan 2025-10:13 am,

বিধান সরকার: সিঙ্গুর আন্দোলন লোকাল ট্রেনটিকে কোনমতেই সম্প্রসারন করা যাবে না। এই দাবিকে সামনে রেখে সিঙ্গুর স্টেশনে বিক্ষোভ। নতুন বছরের প্রথম দিনই তুমুল বিক্ষোভে সিঙ্গুরবাসী।

হাওড়া-তারকেশ্বর লোকাল ট্রেনটিকে তারকেশ্বর অভিমুখে যেতে বাধা। সিঙ্গুর ১ নং প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই মন্ত্রী বেচা

বুধবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ সিঙ্গুর স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে ট্রেনটি ঢোকে। ঢোকা মাত্রই ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েন মন্ত্রী-সহ বাকিরা। চলছে বিক্ষোভ কর্মসূচী। ঘটনাস্থলে রেলপুলিস ও হুগলি জেলা গ্ৰামীন পুলিস।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ২০০৯ সালে সিঙ্গুর লোকাল চালু করেছিলেন। সিঙ্গুরে জমি আন্দোলনের সময় লড়াই করা কৃষকদের সম্মান জানিয়ে লোকাল ট্রেনের নাম দেওয়া হয়েছিল ‘আন্দোলন লোকাল’।

মন্ত্রী বেচারাম মান্না বলেন, 'সিঙ্গুর আন্দোলন লোকালকে তোলা যাবে না। সিঙ্গুরের মানুষের আবেগকে কখনই আঘাত করা যাবে না। রেল কর্তৃপক্ষ গত পরশু নোটিফিকেশন জারি করে, এই ট্রেনটিকে তুলে দিচ্ছে। সেইজন্যই আমরা প্রতিবাদ আন্দোলন করছি। এবং আমাদের দাবি এই ট্রেন যেমন ছিল, সেইরকমই বহাল রাখতে হবে। যতক্ষণ না রেল এই সিদ্ধান্তকে বাতিল করছে, ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব।'

তিনি আরও বলেন, 'সিঙ্গুরের প্রায় ৫২ টি গ্রামের মানুষ এই ট্রেনে যায়। ৩-৪ হাজার মানুষ আবার সন্ধ্যেবেলায় আবার এখানে নামে। বৃহত্তর স্বার্থে যখন রেল অনেক কিছু কাজ করতে পেরেছে, তারা একটা ট্রেন আবার বাড়াতে পারে।'

অন্যদিকে, রেল জানিয়েছে ট্রেন বাতিল হচ্ছে না। জনগণের কথা মাথায় রেখে দুটি ট্রেনের যাত্রাপথ সম্প্রসারিত করা হচ্ছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link