মর্ডানা ভ্যাকসিনে তৈরি অ্যান্টিবডি কার্যকরী থাকবে ৯০ দিন
নিজস্ব প্রতিবেদন: মর্ডানা কোভিড-১৯ ভ্যাকসিন কার্যকরী ৯৪ শতাংশ। এই ভ্যাকসিন নিলে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হবে, তা ৯০ দিন পর্যন্ত শরীরে কার্যকারী থাকবে।
অর্থাৎ তিন মাস আপনার শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি কোনওভাবেই করোনাকে ধারে কাছে ঘেষতে দেবে না।
ন্যাশেনাল ইনস্টিটিউট ফর অ্যালার্জি এন্ড ইনফেকসিয়াস ডিসিজ (NIAID) এই ভ্যাকসিনটি তৈরিতে আংশিক সাহায্য করেছে।
তারা জানিয়েছে, বয়স্ক ও কমবয়সি মিলিয়ে মোট ৩৪ জনের শরীরে প্রয়োগ করা হয়েছে এই ভ্যাকসিন। যার পরই জানা যায়, ৯৪ শতাংশ কার্যকরী এই ভ্যাকসিন।
ইংল্যান্ডের জার্নাল অফ মেডিসিনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মানবদেহে SARS-CoV-2 ভাইরাসকে খতম করতে সিদ্ধহস্ত মর্ডানা ভ্যাকসিন।