শিক্ষায় ধর্মেন্দ্র-রেলে অশ্বিনী-স্বাস্থ্যে মনসুখ, দেখুন মোদী মন্ত্রিসভায় কে পেলেন কোন দায়িত্ব

Thu, 08 Jul 2021-12:13 am,

মন্ত্রিত্ব হারালেন চার হাই প্রোফাইল মন্ত্রী। এদের মধ্যে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, রমেশ পোখরিয়ালের মতো মন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য ও রেল দফতরে আনা হল নতুন মুখ। গুজরাটের বিজেপি সাংসদ মনসুখ মান্ডব্য পেলেন স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব। সঙ্গে রয়েছে রসায়ন দফতরও।

ধর্মেন্দ্র প্রধান পেলেন শিক্ষা দফতর।

অশ্বিনী বৈষ্ণবকে দেওয়া হল রেল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের দায়িত্ব।

হরদীপ পুরীকে দেওয়া হল পেট্রোলিয়াম ও আরবান ডেভলপমেন্ট দফতর।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পেলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেলেন কিরেন রিজিজু। আইন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল তাঁকে। রবিশঙ্কর প্রসাদের জায়গায় এলেন তিনি।

নতুন মন্ত্রী হলেন পশুপতি পরস। তাঁকে দেওয়া হল ফুড প্রসেসিং মন্ত্রক।

 

পরিবেশ, বন, জলবায়ু, শ্রম মন্ত্রকের দায়িত্ব পেলেন ভূপেন্দ্র যাদব।

জি কিষেণ রেড্ডি পেলেন সংস্কৃতি, পর্যটন দফতর।

নারী কল্যাণ দফতরে  এলেন স্মৃতি ইরানি।

অনুরাগ ঠাকুরকে আনা হল তথ্য ও সম্প্রচার মন্ত্রকে। আগে ছিলেন অর্থ মন্ত্রকে।

প্রহ্লাদ যোশীকে দেওয়া হল কয়লা ও সংসদীয় বিষয়ক দফতর।

 

সর্বানন্দ সোনওয়াল পেলেন বন্দর ও জাহাজ মন্ত্রক।

অন্যদিকে, পীয়ূষ গোয়েলকে রেল থেকে সরিয়ে দেওয়া হল টেক্সটাইল, ফুড অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link