মাসে ৪০,০০০ টাকা পর্যন্ত বাড়ছে অধ্যাপক-শিক্ষকদের বেতন, ঘোষণা কেন্দ্রের
অধ্যাপক ও শিক্ষকদের জন্য সুখবর। শুধু অধ্যাপক বা শিক্ষকরাই নন, কেন্দ্রের সিদ্ধান্তে সপ্তম বেতন কমিশনের সুবিধা পেতে চলেছেন শিক্ষাকর্মীরাও।
লখনৌ বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েটেড কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের মনোজ পাণ্ডে জি বিজনেস-কে জানিয়েছেন, অধ্যাপকস্তরে বেতন বাড়তে পারে প্রায় ৪০ হাজার টাকা। নিচুস্তরে প্রায় ৭ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে বেতন।
পাণ্ডে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কর্মীদের বেতন বৃদ্ধির জন্য গত ২ নভেম্বর নোটিস পাঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
কিন্তু একাধিক রাজ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা মেনে পদক্ষেপ করেনি। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, গোটা দেশের অধ্যাপক ও শিক্ষাকর্মীদের বেতন বাড়াতে হবে।
নতুন বেতন চালু করতে বোঝা বাড়বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির। তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বকেয়া বেতন মেটাতে ৫০ শতাংশ অর্থ দেবে তারা।
কেন্দ্রের সিদ্ধান্তের জেরে সুবিধা পাবেন ২৯,২৬৪ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়কর বলেন, ''All India Council for Technical Education-এর আওতায় থাকা ২৯, ২৬৪ জন শিক্ষক ও শিক্ষাকর্মীও লাভবান হবেন''।