জোড়া জনসভার আগে বাংলার জন্য এল মোদীর বিশেষ বার্তা
আজ বাংলায় জোড়া সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাঁর প্রথম সভা উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে। তার পর তিনি যাবেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। সেখানও তাঁর একটি সভা রয়েছে।
শনিবার বাংলায় আসার আগে শুক্রবার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। দু'টি সভা নিয়েই তিনি ট্যুইটারে বার্তা দেন।
একটি ট্যুইটে মোদী লেখেন, ''বাংলার ভাই-বোনেদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছে। আমি ঠাকুরনগরে ও দুর্গাপুরের সভায় উপস্থিত থাকব।''
দুর্গাপুরের সভা থেকে রেলের দু'টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় ট্যুইটে তিনি সেই বিষয়টিই উল্লেখ করেছেন।
মোদী ট্যুইটে লিখেছেন, ''রেলের অন্ডাল-সাঁইথিয়া-পাকুর-মালদা ও খানা-সাঁইথিয়া শাখার বৈদ্যুতিকরণের এবং হিজলি-নারায়ণগড় তৃতীয় লাইন জাতির উদ্দেশ্যে উত্সর্গ করা হবে। এর ফলে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় করবে।''
শনিবার মোদী ছাড়াও রাজ্যে সভা করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি কোচবিহারের মাথাভাঙা ও জলপাইগুড়ির ফালাকাটায় জনসভা করবেন।