রাজ্যবাসীকে উপহার মোদীর, নতুন সাজে সেজে উঠেছে কলকাতার ৪ ঐতিহাসিক ভবন

Fri, 10 Jan 2020-3:23 pm,

মৌমিতা চক্রবর্তী : ঐতিহ্যের শহর, সংস্কৃতির শহর কলকাতাকে এবার কালচারাল স্পেস হিসাবে রাজ‍্যবাসীকে আগামিকাল উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কলকাতার চারটি আইকনিক বিল্ডিংয়ের আদল হুবহু এক‌ই রেখে নয়া মোড়কে কাল উন্মোচন হবে সেগুলির।

কী কী? যথা- ওল্ড কারেন্সি বিল্ডিং, বেলবেডিয়ার বিল্ডিং, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ও মেটক‍্যাফে বিল্ডিং।

'ওল্ড কারেন্সি বিল্ডিং' ইরানিয় স্থাপত‍্যের এই বাড়ি জুড়ে এখন বাংলার "ঘরে বাইরে"। ৫০০-র বেশি আর্ট‌ওয়ার্কে সাজানো হয়েছে বাড়িটি।

বেলভেডের হাউসে আইকনস অব ন‍্যাশানালিজমকে খুঁজে পাবেন।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, শ‍্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উপর এই বাড়িতে নানা অজানা তথ‍্য ও ছবি থাকবে।

মেটক‍্যাফ হাউসে রয়েছে 'আমি কলকাতা এগজিবিশন।'

সেখানে বাংলা চলচিত্রের ১০০ বছরের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।

ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ৩টি গ‍্যালারিতে মিলবে স্বদেশী আন্দোলন, রামায়ণের ঘটনা সহ নানা স্থাপত্য।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link