আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হলেন মোহামেদ সালহা
# সেনেগালের সাদিও মানে ও গ্যাবনের পিয়েরে-এমেরিক আউবামেয়াংকে হারিয়ে টানা দ্বিতীয়বার আফ্রিকা মহাদেশের বর্ষসেরা ফুটবলার হলেন মিশরের মোহামেদ সালাহ।
# সেনেগালের রাজধানী ডাকারে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) আয়োজিত অনুষ্ঠানে ২০১৮ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার নেন লিভারপুল তারকা।
# ২০১৮ সালে লিভারপুল ও মিশরের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় মোট ৪৪টি গোল করেন সালাহ।
# টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতে উচ্ছ্বসিত সালহা জানান, "ছোটবেলা থেকে এই পুরস্কার জয়ের স্বপ্ন দেখেছি আমি। আর সেটাই আমি টানা দুবার জিতলাম।"