`কলার তুলে` ভারতীয় ক্রিকেটে ফিরলেন মহম্মদ আজহারুদ্দিন!
স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মাঠে নামতেন তিনি। কলার তুলে। ভারতীয় ক্রিকেটে তিনি আবার ফিরলেন কলার তুলেই। ৯৯টি টেস্ট এবং ৩৩৪টি একদিনের ম্যাচ খেলা কেরিয়ার মহম্মদ আজাহারউদ্দিনের। কিন্তু ম্যাচ গড়াপেটার কালো দাগ লেগেছিল তাতে। সেই দাগ মুছে তিনি আবার ফিরলেন ভারতীয় ক্রিকেটে।
ক্রিকেট প্রশাসক হয়ে ফিরলেন আজহার। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি নির্বাচিত হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রকাশ চন্দ্র জৈনকে ১৪৭-৭৩ ব্যবধানে হারিয়ে দিয়েছেন আজহারুদ্দিন। এর আগে ২০০৯ সালে কংগ্রেসের হয়ে উত্তরপ্রদেশের মোরাদাবাদ কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি।
ফিক্সিং কাণ্ডে নাম জড়ানোর পর ভারতীয় ক্রিকেট বোর্ড আজহারকে আজীবন নির্বাসিত করেছিল। কিন্তু পরে আদালত তাঁকে ক্লিনচিট দেয়।
দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেটে ফেরার চেষ্টা করছিলেন আজহার। এবার তিনি ফিরলেন ক্রিকেট প্রশাসক হিসাবে।