`গরিবের ভগবান` চলে গেলেন, কাঁদছে গোটা দেশ
গরীবের ভগবান বলেই তাঁকে লোকে ডাকত। গরিব মানুষদের থেকে চিকিত্সার জন্য এক পয়সা নেননি কখনও। এটাই ছিল তাঁর জীবনের ব্রত। সেই গরিবের ডাক্তার মহম্মদ মুশালি চলে গেলেন।
মিশরের মানুষের কাছে তিনি ছিলেন মাসিহা। সারা জীবন গরিব মানুষদের বিনা পয়সায় চিকিত্সা করেছেন। ডাক্তার মুশালির মৃত্যুর শোকে কাঁদছে গোটা মিশর। তাঁকে শেষ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য বেহেইরা অঞ্চলে লাখ মানুষের ভিড় জমেছিল।
নিজেও দরিদ্র পরিবার থেকে উঠে এসেছিলেন। শূন্য থেকে শুরু করে আকাশ ছুঁয়েছিলেন ডাক্তার মুশালি। গরিব মানুষের সেবা প্রদান করতে তিনি জীবনের বেশিরভাগ সময় থেকেছেন ক্নিনিকে।
ডাক্তার মুশালির এক সাক্ষাত্কার দেখে একবার গোটা মিশরের লোকজন কেঁদেছিল। প্রান্তিক অঞ্চলে চিকিত্সার বর্ণনা করেছিলেন তিনি সেই সাক্ষাত্কারে। জানিয়েছিলেন, কীভাবে গরিব মানুষ বিনা চিকিত্সায় মারা যায়!
সরকারি, বেসরকারি বহু প্রতিষ্ঠান থেকে অনেক সম্মান পেয়েছেন তিনি। আন্তর্জাতিক স্তরেও সম্মানিত একজন ছিলেন তিনি। মিশরে তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। গরিবের ভগবানকে হারিয়ে গোটা মিশরের আজ মন খারাপ।