বাজেয়াপ্ত হতে পারে মহম্মদ রফির স্মৃতিবিজড়িত বাড়ি, বাবার শেষ চিহ্ন বাঁচাতে লড়ছেন ছেলে

Sun, 13 Oct 2019-1:29 pm,

লক্ষ লক্ষ অনুরাগীর প্রাণের মানুষ তিনি। গানের জগতে তিনি একজন অবিস্মরণীয় ব্যক্তিত্ব। আর তাঁর স্মৃতিবিজড়িত বাড়িই কি না বাজেয়াপ্ত হতে চলেছে। আশঙ্কায় দিন কাটাচ্ছেন কিংবদন্তি গায়ক মহম্মদ রফির পরিবারের লোকজন। 

রফি ম্যানসন-এর পাঁচতলা ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে ব্যাঙ্ক। খবর এমনই। মহম্মদ রফির ছেলে শাহিদ একটি সংস্থার সঙ্গে চুক্তি করে ফ্ল্যাট বিক্রি করেছিলেন। সেই সংস্থা ব্যাঙ্ক থেকে প্রায় লাড়ে চার কোটি টাকা ঋণ নিয়েছিল। শাহিদ রফি ম্যানসন তাদের কাছে বিক্রি করেছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক।

তবে ব্যাঙ্ক আদালতে যে দলিল পেশ করেছে সেগুলো আসল নয় বলে দাবি করেছেন শাহিদ রফি। তিনি জানিয়েছেন, বাবার শেষ চিহ্ন তিনি বিক্রি করেননি। বরং আর্থিক টানাটানির জন্য রফি ম্যানসন কিছুদিনের জন্য বন্ধক রেখেছিলেন। 

শাহিদ জানিয়েছে, যে সংস্থার সঙ্গে তাঁর ফ্ল্যাট বিক্রি নিয়ে চুক্তি হয়েছিল তারা প্রতিশ্রুতিমতো পুরো টাকা দেয়নি। তাই তাঁর ও সেই সংস্থার মধ্যে আর কোনো সমঝোতা হয়নি। 

১৯৭০ সালে এই বাড়ি বানিয়েছিলেন রফি সাব। শাহিদ জানিয়েছেন, এই বাড়ি তাঁর বাবার ্স্মৃতিবিজড়িত। এদিকে, ব্যাঙ্ক সেই বাড়ি বাজেয়াপ্ত করার ব্যাপারে আদালতে দ্বারস্থ হয়েছে। শাহিদ আইনি লড়াই লড়ছেন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link