মোহনবাগান দিবসে সম্মানিত প্রসূন, আজীবন সদস্যপদ সৌরভ, প্রসেনজিতকে
সুখেন্দু সরকার: মোহনবাগান দিবসে ক্লাব তাঁবুতে ফুলের গন্ধ , সানাইয়ের সুরে উৎসবের আমেজ। নেতা -মন্ত্রী থেকে ক্লাব কর্তা, সবুজ - মেরুন সমর্থকদের উপস্থিতিতে সরগরম মোহনবাগান ক্লাব।
২০১৯ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের জন্য মোহনবাগান দিবসে সম্মানিত করার কথা ছিল টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ শামিকে। কিন্তু ক্যারিবিয়ান সফরে খেলতে সোমবারই মুম্বই থেকে ভারতীয় দল উড়ে যাচ্ছে। সে জন্য এদিনের অনুষ্ঠানে আসেননি শামি।
বর্ষসেরা অ্যাথলিট: তাপস দে
বর্ষসেরা যুব দল: মোহনবাগান অনূর্ধ্ব-১৯ ফুটবল দল (বর্ষসেরা যুব ফুটবলারের ট্রফি দেওয়া হল প্রয়াত ফুটবলার পুঙ্গব কান্ননের নামে।)
বর্ষসেরা ক্রিকেটার: রাজকুমার পাল
আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়কে সংবর্ধনা দিল মোহনবাগান ক্লাব।
বর্ষসেরা ফুটবলার : অরিজিত্ বাগুই
মোহনবাগান রত্ন: প্রসূন বন্দ্যোপাধ্যায়(ফুটবলার)
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: অশোক চট্টোপাধ্যায়।
দেবশঙ্কর হালদারও হলেন মোহনবাগানের আজীবন সদস্য।
চূনী গোস্বামী, সৌরভ গাঙ্গুলি ও প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হল আজীবন সদস্যপদ। (ছবি সৌজন্যে- সুখেন্দু সরকার)