একেই বলে সমর্থক! প্রিয় ক্লাব মোহনবাগানকে অভিনব শ্রদ্ধাজ্ঞাপন অর্কর
প্রিয় ক্লাবের জন্য শ্রদ্ধাজ্ঞাপনে অনেকে অনেক কিছুই করেন। কিন্তু নিজর বিয়ের অনুষ্ঠানে প্রিয় ক্লাবের জন্য শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন কতজন করতে পারেন? অর্ক ঘোষ কিন্তু সেরকম একটা কাণ্ড করলেন। যা নিয়ে এখন মোহনবাগান সমর্থকদের মধ্যে ধন্যি ধন্য়ি রব।
বালির অর্ক ঘোষ মোহনবাগন সমর্থক। শুধু সমর্থক বললে হয়তো কম বলা হবে। একনিষ্ঠ সমর্থক। আর তাই প্রিয় ক্লাবের জন্য বড় কিছু একটা করার তাগিদ অনুভব করেছিলেন। যেমন ভাবনা, তেমন কাজ।
নিজের বিয়েতে মোহনবাগানের উত্তরীয় পরে হাজির অর্ক। বিয়ে বাড়ির সাজসজ্জাতেও সবুজ-মেরুনের আধিক্য। তাক লাগিয়ে দেওয়ার মতো কাজ করে ফেলেছেন তিনি। দেখিয়ে দিয়েছেন, ঠিকঠাক পরিকল্পনা করে এগোলে অনক সময় সাধারণ ব্যাপারকেও অসাধারণ করে তোলা যায়।
নবদম্পতিকে আশীর্বাদ করত হাজির হয়েছিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার ও সাংসদ প্রসুন বন্দ্যোপাধ্যায়।
গোটা বিয়ে বাড়িজুড়ে শুধুই সবুজ-মেরুন। গেটের সাজ থেকে শুরু করে অন্দরসজ্জা, সর্বত্রই প্রিয় ক্লাবের প্রতি ভালবাসার ছাপ স্পষ্ট।
অর্ক ও তাঁর স্ত্রী সুপর্ণা, দুজনকেই দেখা গেল মোহনবাগানের উত্তরীয় হাতে। প্রিয় ক্লাবের প্রতি ভালবাসা বোধ হয় এমনই হয়! আর একনিষ্ঠ সমর্থকও হয়তো একেই বলে!