সাদা সালওয়ারের সঙ্গে লাল ওড়না, বেবি বাম্প নিয়ে লেন্সবন্দি করিনা
মুম্বইতে ফের পাপরাতজির ক্যামেরায় বন্দি হলেন করিনা কাপুর খান। সাদা রঙের সালওয়ারের সঙ্গে লাল ওড়না নিয়ে হাজির হন বেবো বেগম
লাল,সাদার রঙের সঙ্গে মিলিয়ে কান সাজিয়ে কপালে টিপ পরেন করিনা। নিজের টক শোয়ের শ্যুটিংয়ের জন্যই ওই পোশাকে হাজির হন অভিনেত্রী
মুখে মাস্ক এঁটে পাপারাতজিক দিকে তাকিয়ে পোজ দেন করিনা। করোনা আবহের মধ্যে কোনওভাবে যাতে তিনি আক্রান্ত না হন, তার জন্য সব সময় সচেতন করিনা। সেই কারণেই পাপারাতজির শত অনুরোধেও কখনও মাস্ক সরিয়ে পোজ দিতে দেখা যায় না অভিনেত্রীকে
বর্তমানে নিজের শোয়ের শ্যুটিংয়ের জন্য ব্যস্ত করিনা। ফলে তিনি মুম্বইতেই রয়েছেন। অন্যদিকে ভূত পুলিসের শ্যুটিংয়ে বর্তমানে হিমাচল প্রদেশে রয়েছেন সইফ আলি খান।
লাল সিং চাড্ডার শ্যুটিং শেষ করে করিনা মুম্বইতে ফেরার পর সইফ চলে যান ডালহৌসিতে। অর্জুন কাপুর, ইয়ামি গৌতম এবং জ্যাকলিনের সঙ্গে শ্যুটিং করছেন সইফ