এবার এক টানা বৃষ্টিতে নাজেহাল দক্ষিণবঙ্গ, জলমগ্ন একাধিক এলাকা, কবে দেখা মিলবে রোদের? জানুন
গত সোমবার থেকে শুরু হয়েছে। কখনও একটানা, কখনও বা থেমে থেমে, অঝোর ধারায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েই যাচ্ছে। কতদিন চলবে টানা বৃষ্টি? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমী অক্ষরেখা উত্তর থেকে দক্ষিণে দিকে কিছুটা সরেছে। বাংলাদেশ সন্নিহিত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
এরফলে বৃহস্পতি ও শুক্রবার মাঝারি বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই। কলকাতাতেও মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা।
উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ২৬ তারিখ থেকে মৌসুমী অক্ষরেখা আবারও উত্তর বঙ্গের দিকে থাকতে পারে। তখন পরিস্থিতির বদল হবে।