২০২২-এ দেশের সবচেয়ে বড় পেটুক ইনি-ই! চিনে নিন...

Wed, 04 Jan 2023-8:58 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খেতে ভালোবাসে না এমন মানুষ নিতান্তই হাতে গোনা। কম কি বেশি, খেতে ভালোবাসে সবাই। আর এখন অনলাইনের যুগে সবসময় নিজের পছন্দের খাবার নিজেকে রেঁধে-বেড়েও খেতে হয় না। ফোনে পছন্দের অ্যাপ খুলে অর্ডার দিলেই হল! নির্দিষ্ট সময় পর আপনার সামনে হাজির হয়ে যাবে আপনার পছন্দের খাবার। 

এখন সেই খাবার অর্ডার দেওয়াতেই রেকর্ড গড়লেন দিল্লির এক যুবক। এক বছরে ৩০০০ হাজার বারেরও বেশি খাবার অর্ডার দিয়েছেন ওই যুবক! এককথায় বলা যেতেই পারে, ২০২২-এ দেশের সবচেয়ে বড় পেটুক ইনি-ই!

দিল্লির বাসিন্দা ওই যুবকের নাম অঙ্কুর। ২০২২-এ গোটা এক বছরে তিনি মোট ৩,৩৩০ বার খাবারের অর্ডার দিয়েছেন অ্যাপে। আর হয়ে গিয়েছেন 'গ্রেটেস্ট কাস্টমার'।

অঙ্কের সহজ হিসেব বলছে, প্রতিদিন প্রায় ৯ বার করে খাবার অর্ডার করেছেন অঙ্কুর। তবে একা শুধু অঙ্কুর নন। পেটুকদের তালিকায় আছেন আরও ২ জন।

যাদের মধ্যে একজন গোটা বছরে কেক অর্ডার করেছেন ১০৯৮টি। অন্যদিকে আরেকজন ২৫ হাজার ৪৫৫ টাকার শুধু পিত্জা-ই অর্ডার করেছেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link