চলছে যুদ্ধ, কিছুটা ব্যাকফুটে করোনা, এক দিনে আক্রান্ত ৫৪ হাজার, সুস্থ ৫১ হাজার
নিজস্ব প্রতিবেদন:কোনও বাধই মানছে না নোভেল করোনাভাইরাস। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ছাড়াল। দুদিন আগেও সংখ্যাটা ছিল ১৬ লক্ষের আশেপাশে। অর্থাৎ দুদিনেই ১ লক্ষ আক্রান্ত। গত ২৪ ঘন্টাতেই করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৭৩৫ জন।
গত ২৪ ঘন্টায় সারা দেশে করোনর বলি ৮৫৩। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৩৭ হাজার ৩৬৪ জন। তবে সুস্থতার হার আশা জোগাচ্ছে। দেশে সুস্থতার হার ৬৫.৩৪ শতাংশ। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ লক্ষ ৪৫ হাজার ৬২৯। সক্রিয় করোনা আক্রান্ত ৫ লক্ষ ৬৭ হাজার ৭৩০।
এখনও দেশে করোনার সর্বোচ্চ আক্রান্তর ঠিকানা মহারাষ্ট্র। উদ্ধব ঠাকরের রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ৩১ হাজার ৭১৯ জন। করোনাকে কাত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৬৬ হাজার ৮৮৩ জন। মোট প্রাণ হারিয়েছেন ১৫ হাজার ৩১৬ জন। সে রাজ্যে এখন সক্রিয় করোনা রোগী ১ লক্ষ ৪৯ হাজার ৫২০ জন।
মহারাষ্ট্রের পর সবচেয়ে বেশি করোনা বিধ্বস্ত তামিলনাড়ু। সে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ৫১ হাজার ৭৩৮। মোট নোভেল জয় করেছেন ১ লক্ষ ৯০ হাজার ৯৬৬ জন। প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৩৪ জন। চিকিৎসাধীন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৬ হাজার ৭৩৮।
দিল্লিকে ছাড়িয়ে আগেই তৃতীয় স্থানে উঠেছে অন্ধ্র প্রদেশ। সে রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৭৬ জন। আর সুস্থ হয়েছেন ১২ হাজার ৭৫০ জন। সে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৫০ হাজার ২০৯ জন। করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭৬ হাজার ৬১৪ জন। প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪০৭ জন। সক্রিয় রোগী ৭২ হাজার ১৮৮। দিল্লিতে এখন সক্রিয় রোগী ১০ হাজার ৫৯৬। মোট আক্রান্ত ১ লক্ষ ৩৬ হাজার ৭১৬।