Terrific Road Accident: বছরশেষে ভয়ংকর মৃত্যুমিছিল! যাত্রীবোঝাই ট্রাক পড়ল নদীতে, মৃত কমপক্ষে ৭০...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছরশেষে দুর্ঘটনার শেষ নেই! ভয়াবহ দুর্ঘটনা পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায়। মৃত্যু ৭০ জনের। গুরুতর আহত ৭।
জানা গিয়েছে, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে যাত্রীবাহী ট্রাক নদীতে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটে, বোনা জুরিয়া ওরেদার গেলানা সেতুতে রবিবার।
পুলিস সূত্রে খবর, আহতদের উদ্ধার করে বোনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তদন্ত করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
ইতিমধ্যেই নদীতে আংশিক ডুবে যাওয়া ট্রাকটিকে তোলার চেষ্টা করা হচ্ছে। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সিদামা আঞ্চলিক সরকারের মুখপাত্র ওসেনিয়েলেহ সিমিওন সোমবার রয়টার্সকে জানিয়েছেন, ৬৮ জন পুরুষ ও ৩ জন মহিলা সহ অন্তত ৭১ জন মারা গিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, রাস্তায় অনেক বাঁক থাকায় ট্রাকটি ব্রিজ মিস করে নদীতে পড়ে যায়।
অঞ্চলের ট্রাফিক পুলিস জানিয়েছে যে, কিছু যাত্রী একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। ট্রাকটিতে অতিরিক্ত যাত্রী থাকায় ওভারলোড হয়ে যায়, যা সম্ভবত দুর্ঘটনার কারণ।