Expensive Alcohol: বিশ্বের সবচেয়ে দামি মদ, দাম শুনলে চোখ কপালে উঠবে

Wed, 06 Jan 2021-2:37 pm,

মদ (Alcohol)-এর ব্যাপারে অনেকেই শৌখিন। সুরাপান অনেকের কাছে আমোদ-প্রমোদের সেরা উপায়। আর তাই এই ব্যাপার তাঁরা বেশ খুঁতখুঁতে। অনেকে তো আবার বিশ্বের দামি মদ সংগ্রহেও রেখে দেন। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিন্তু শখের সামনে সেসব সতর্কবার্তা টেকে না। Most Expensive Alcohol Drinks Of The World-এর ব্যাপারে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরা যাক। সবার প্রথমেই বলতে হবে Tequila Ley .925-এর কথা। এই মদ যে বোতলে রাখা হয় সেটিতে ৬৪০০টি হিরে লাগানো রয়েছে। মেক্সিকোতে লঞ্চ হয়েছিল এটি। তবে এখনও এক বোতলও বিক্রি হয়নি। তাই এই মদের দাম এখনও নির্ধারিত হয়নি।

Diva Vodka. দুনিয়ার সব থেকে দামি ভদকা বলা হয় এটিকে। যে বোতলে মদ রাখা সেটির মাঝে আলাদা ডিজাইন থাকে। Swarovski Crystals রাখা থাকে। সাত কোটি ৩০ লাখ টাকা দাম এই ভদকার।

Amanda De Brignac Midas. বিশ্বের সব থেকে দামি Champagne এটি। এটির বোতল আকারে বেশ বড়। এক কোটি ৪০ লাখ টাকায় বিক্রি হয়েছে এই শ্যাম্পেন।

 

Dalmore 62. বিশ্বের সব থেকে দামি হুইস্কি। আজ পর্যন্ত মাত্র ১২টি বোতল বিক্রি হয়েছে। দেড় কোটি টাকায় বিক্রি হয়েছে একেকটি বোতল।

এটি Red Wine. বলা হয় Penfolds Ampoule. পেনের মতো দেখতে হয় এই মদের বোতল। এক কোটি ২০ লাখ টাকা দাম। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link