মোদী-নীতীশকে ধসিয়ে দিচ্ছেন তেজস্বী, চাণক্যর সমীক্ষায় NDA-র ভয়ঙ্কর হার

Sat, 07 Nov 2020-9:13 pm,

নিজস্ব প্রতিবেদন: ২৪৩টি আসনের বিহার বিধানসভা। ক্ষমতায় আসার জাদু সংখ্যা ১২২। অধিকাংশ বুথফেরত সমীক্ষাতেই পাল্লা ভারী মহাজোটের। আর টুডেজ চাণক্যর সমীক্ষা তো বলছে, নীতীশ-মোদীকে ধসিয়ে দিচ্ছেন তেজস্বী। অধিকাংশ সমীক্ষাতেও ইঙ্গিত, আরজেডি-কংগ্রেসের জোট এগিয়ে। 

এবিপি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে মহাজোট। তবে লড়াই জোরদার। এনডি-র কাছেও সুযোগ আছে। সমীক্ষা বলছে, এনডি: ১০৪-১২৮। মহাজোট: ১০৮-১৩১।

টাইমস নাও-সি ভোটারের সমীক্ষাতেও লড়াই টানটান। মহাজোট এগিয়ে। তবে ব্যবধান সামান্য। এনডিএ- ১১৬। মহাজোট-১২০। 

 

রিপাবলিক-জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে মহাজোট। তাদের ইঙ্গিত, এনডিএ: ৯১-১১৭। মহাজোট: ১১৮-১৩৮।    

সিএনএন নিউজ-টুডেজ চাণক্যর ইঙ্গিত মিললে বেকায়দায় পড়বে এনডিএ। কারণ মহাজোটের সামনে টিকতেই পারছে না এনডিএ। তারা পাচ্ছে পাচ্ছে সাকুল্যে ৫৫টি। ১৮০টি আসন পেতে পারে মহাজোট। এর আগেও একাধিকবার চাণক্য মিলিয়ে দিয়েছে। ফলে তাদের সমীক্ষা আরও একবার মিললে বাংলার নির্বাচনের আগে ধাক্কা খাবে বিজেপি।     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link