মাতৃদিবসে মা ও সন্তানদের সঙ্গে ছবি পোস্ট গৌরী, কাজল, আলিয়া, করিশ্মা ও করিনার
মাদার্স ডে- তে মা সবিতা ছিব্বর ও তিন সন্তন আরিয়ান, সুহান ও আব্রামের ছবি পোস্ট করে গৌরী লিখেছেন মাতৃত্বের বন্ধন।
মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন সোহা আলি খান।
মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন হেমা মালিনী কন্যা এষা দেওল।
আমার নিরাপদ জায়গা বলে মা সোনি রাজদানের সঙ্গে ছবি পোস্ট করেছেন আলিয়া ভাট।
মাদার্স ডে-তে মা ববিতা ও বোন করিনার সঙ্গে ছবি পোস্ট করেছেন করিশ্মা কাপুর।
মাদার্স ডে-তে মা ববিতা কাপুর ও ছেলে তৈমুরের ছবিও পোস্ট করেছেন করিনা।
মা ববিতা কাপুর ও মাতৃসম দিদি করিশ্মা কাপুরের ছবি পোস্ট করেছেন করিনা।
মা তনুজার সঙ্গে ছবি পোস্ট করে কাজল লিখেছেন মাকে তিনি মিস করছেন, ৪৫ দিন মায়ের সঙ্গে দেখা হয়নি তাঁর।