সূর্যাস্তের সামনে বসে Mouni, গোলাভি আভায় রূপ যেন ঝরে পড়ছে
নিজস্ব প্রতিবেদন: একা একমনে বসে সূর্যাস্ত দেখছেন নায়িকা। সুপার হট মৌনী রায়। গোলাপি রঙের পোশাক, গোলাপি আভা চোখে মুখে। অপূর্ব সুন্দর লাগছে অভিনেত্রীকে।
বেকলেস বিউটি। একমনে তাকিয়ে আছেন সূর্যের দিকে। এ যেন অচেনা এক দেশ। গোলাপি ব্লাউজ ও গোলাপি চিকন প্রিন্টেড স্কার্ট।
সামার লুক। টিলার উপর বসে আকাশ পানে চেয়ে মৌনী। গালে হালকা ব্লাস অন, হাল্কা পিঙ্ক লিপস্টিক, আকর্ষণীয় আই মেক আপ নায়িকার।
একের পর এক পোজ দিয়েছেন ক্যামেরায়। সামার সল্ট ফোটো গ্যালারিতে বেশিরভাগটার কেন্দ্রেই সূর্যের ছটা।
মৌনী (Mouni Roy)অভিনীয় 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পাওয়ার কথা এই বছর। রণবীর ও আলিয়ার সঙ্গে অভিনয় করেছেন তিনি। এই ছবি ঘিরে দর্শকের উত্তেজনা তুঙ্গে।
মৌনীর এই ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা। কমেন্ট সেকশনে উপচে পড়ছে মোহময়ীর সৌন্দর্যের বিবরণ।