IND vs PAK: গ্য়ালারির গ্ল্যামার বাড়ালেন Mouni Roy, Urvashi Rautela ও Preity Zinta

Subhapam Saha Mon, 25 Oct 2021-6:51 pm,

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ ২৮ মাস পর বাইশ গজে মুখোমুখি হল ভারত-পাকিস্তান (India vs Pakistan)। রাজনৈতিক কারণে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ এখন আর কেউ কারোর দেশে গিয়ে খেলে না। এখন ইন্দো-পাক মহারণ দেখা যায় এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টে। কিন্তু গতবছর এশিয়া কাপ অনুষ্ঠিত না হওয়ায় দুই দেশের দেখা হল টি-২০ বিশ্বকাপে। শেষবার দেখে হয়েছিল পঞ্চাশ ওভারের বিশ্বকাপে। ভারত-পাক ম্যাচে বরাবরই গ্যালারিতে গ্ল্যামার যোগ করেন বলিউডের পরিচিত মুখেরা। দুবাইয়ে দেখা মিলল প্রীতি জিন্টা, ঊর্বশী রৌতেলা, মৌনি রায় ও অক্ষয় কুমারের।

 

কিংস পঞ্জাবের মালকিন প্রীতি জিন্টা গ্যালারিতে ভারতের জন্য গলা ফাটালেন স্বামী জেনে গুডএনাফের সঙ্গে

মডেল-অভিনেত্রী ঊর্বশী রৌতেলা ভারতীয় পতাকা হাতে নিয়ে ভারতীয় দলের জন্য সমর্থন করেন স্ট্যান্ড থেকে

সাদা অফ-শোল্ডার টপে গ্যালারির গ্ল্যামার বাড়ালেন মৌনি রায়  

বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার কালো ব্লেজার গায়ে চাপিয়ে খেলা দেখতে এসেছিলেন মাঠে।

 

টিভি অভিনেত্রী হীনা খান মাঠে আসেননি ঠিকই, কিন্তু দুই গালে তেরঙা আঁকিয়ে ভারতের সমর্থন করলেন।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link