লাশ কাটার আগের মুহূর্তে জেগে উঠল `লাশ`
ভেবে দেখুন মর্গে ময়না তদন্তকারী চিকিৎসক তৈরি। এমন সময় সেখানকার এক কর্মীর হাত আঁকড়ে ধরল ‘লাশ’।
রবিবার একটি ভয়ঙ্কর পথদুর্ঘটনার কবলে পড়েন মধ্যপ্রদেশের হিমাংশু ভরদ্বাজ নামে এক যুবক। তাঁকে ভর্তি করা হয় নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণাও করা হয়। জানিয়ে দেওয়া হয় হিমাংশুর ‘ব্রেন ডেড’ হয়েছে।
বেসরকারি ওই হাসপাতাল থেকে হিমাংশুর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় চিন্দওয়ারা জেলা হাসপাতালে।
এক রাত সরকারি হাসপাতালের মর্গে পড়ে থাকার পর ময়না তদন্ত করতে গিয়ে হতবাক চিকিৎসক নির্ণয় পাণ্ডে। তিনি হিমাংশুর নাড়ির স্পন্দন খুঁজে পান। সঙ্গে সঙ্গে হিমাংশুকে পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালের জেনারেল ওয়ার্ডে। সেখানেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে হিমাংশুকে সেই বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। এমন ঘটনা যে বিরল, চিকিত্সকরা এক কথায় মেনে নিচ্ছেন।