আর মাত্র এক রান, `মাউন্ট ১০-কে` জয়ের মুখে দাঁড়িয়ে ধোনি
একদিনের ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রান পূর্ণ করেছেন বিরাট কোহলি। এমন একখানা রেকর্ড আবার তিনি করেছেন সচিন তেণ্ডলুকরকে টপকে।
বিরাটের মতোই এবার একই রেকর্ডের সামনে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি। যদিও একদিনের ক্রিকেটে ইতিমধ্যে ধোনি ১০ হাজার রান পূর্ণ করেছেন।
একদিনের ক্রিকেটে ধোনির রান এখন ১০,১৭৩। তবে এখানে আলাদা একটা পরিসংখানের কথা জেনে রাখা দরকার। মোট রানের মধ্যে ১৭৩ রান ধোনি করেছিলেন এশিয়া একাদশের হয়ে খেলতে নেমে। ফলে টিম ইন্ডিয়ার হয়ে দশ হাজার রান পূর্ণ করতে ধােনির আর মাত্র এক রান প্রয়োজন।
মুম্বইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে ১৫ বলে ২৩ রান করেছিলেন ধোনি।
বছরটা অবশ্য ধোনির জন্য খুব একটা ভাল যায়নি। দেশের জার্সিতে ১২ ইনিংস খেলে এমএসডির রান মাত্র ২৫২। গড় ২৫ এর থেকে একটু বেশি। আর স্ট্রাইক রেট ৬৮.১০। যদিও টিম ম্যানেজমেন্ট এখনও ধোনির উপর আস্থা হারায়নি।
সামনেই ২০১৯ বিশ্বকাপ। তার আগেই মাউন্ট ১০-কে চড়ার মুখে ধোনি। আর এমন মাইলফলক যে তাঁকে কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।