ধোনির কেরিয়ারে ইতি পড়েনি, খেলতে শুরু করলেই ফিরবেন: বিসিসিআই আধিকারিক
নিজস্ব প্রতিবেদন: জাতীয় দলের চুক্তি থেকে ধোনিকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এনিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জলঘোলা। অনেকেই মনে করছেন, ধোনির ক্রিকেট কেরিয়ারে যতিচিহ্ন টেনে দিল বোর্ড। তবে পিটিআই-কে বিসিসিআই-র এক আধিকারি জানালেন, চুক্তির ব্যাপারে ধোনির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বকাপের পর ২০১৯ সালে জাতীয় দলের জার্সি গায়ে আর দেখা যায়নি ৩৮ বছরের ধোনিকে। বিসিসিআই-র এক আধিকারিক জানালেন, ধোনির সঙ্গে কথা বলেছে বিসিসিআই। তাঁকে স্পষ্ট বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে খেলেননি। সে কারণে আপাতত তাঁকে রাখা হচ্ছে না চুক্তিতে।
সৌরভ গঙ্গোপাধ্যায়, সিইও রাহুল জোহরি না সচিব জয় শাহ- কে কথা বলেছেন ধোনির সঙ্গে? প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন ওই আধিকারিক।
তবে চলতি বছর অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে বা তার আগে দলে যোগ দিলে আবারও চুক্তিতে ফিরে আসবেন বলে জানিয়েছেন ওই আধিকারিক। তাঁর ব্যাখ্যা, ধোনি খেলা শুরু করলেই স্বাভাবিকভাবে চুক্তিতে ফিরে আসবেন। শুধুমাত্র খেলেননি বলেই চুক্তিতে রাখা হয়নি।
বিশ্বকাপের পর ধোনি আর খেলেননি। তার আগে দেশের মাটিতে রাঁচিতে শেষ ওয়ান ডে খেলেছেন। অনেকেই মনে করছেন, সম্ভবত জাতীয় দলে আর দেখা যাবে না ক্যাপ্টেন কুলকে। তবে আপাতত সকলের নজর আসন্ন আইপিএলে। কারণ এর আগেও একাধিকবার আচমকা সিদ্ধান্ত নিয়ে চমকে দিয়েছেন ধোনি, তা সে টেস্ট থেকে অবসর হোক বা ক্যাপ্টেন্সি ছেড়ে বিরাটের নেতৃত্বে খেলা।