অস্ট্রেলিয়ায় এক হাজার রান, সিরিজ সেরা! আজ যেন ধোনিরই দিন
এমন কৃতিত্ব এর আগে তিনজন ভারতীয় ব্য়াটসম্যানের ছিল। সচিন তেণ্ডুলকর, বিরাট কোহলি ও রোহিত শর্মার। এবার চতুর্থ ভারতীয় ব্যাটসম্য়ান হিসাবে তিনিও তালিকায় ঢুকে পড়লেন। মহেন্দ্র সিং ধোনি অস্ট্রেলিয়ার মাটিতে এক অনন্য রেকর্ডের মালিক হলেন।
অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের ক্রিকেটে এক হাজার রানের মালিক হওয়ার জন্য ধোনির প্রয়োজন ছিল মাত্র ৩৪ রান। ধোনি এদিন সেই রেকর্ড স্পর্শ করলেন।
একদিনের সিরিজে পর পর তিনটি সেঞ্চুরির রেকর্ড করলেন এমএস ধোনি। হলেন সিরিজ সেরা।
২০১৯ বিশ্বকাপের আগে ফিরে পাওয়া গেল ফিনিশার ধোনিকে। ভারতীয় দলের পক্ষে এটা কিন্তু অনেক বড় সুখবর।
২০১৮-তে একটিও অর্ধশতরান করতে পারেননি ধোনি। তাঁর ফর্ম নিয়ে সমালোচনা চলছিল। অনেকেই বলেছিলেন ফিনিশার ধোনি কার্যত শেষ। কিন্তু সঠিক সময় তিনি আবার জ্বলে উঠলেন।
মেলবোর্নে ১১৪ বলে ৮৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন তিনি। বোঝালেন, বিশ্বকাপের দলে এখনও তিনি অপরিহার্য। যাবতীয় সমালোচনার জবাব দিয়ে গেলেন ধোনি।