সিমলায় সুন্দর সময় কাটাচ্ছিলেন MS Dhoni, আচমকাই বিতর্কে জড়ালেন কিংবদন্তি!
দ্বিতীয় পর্বের আইপিএল শুরু হতে এখনও বেশ কয়েক মাস বাকি। তার আগে এমএস ধোনি পরিবারের সঙ্গে সিমলার বাড়িতে ছুটি কাটাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর সিমলা ভ্রমণের ছবি রীতিমতো ভাইরাল। আর এসবের মাঝেই আচমকা বিতর্কে জড়িয়ে গেলেন ধোনি। চেন্নাই সুপার কিংস ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে একটি ক্যাফের সামনে দাঁড়িয়ে মাহি। তার সামনে রাখা কাঠের তক্তায় লেখা, ‘গাছ লাগান, জঙ্গল বাঁচান’। নেটাগরিকরা দাবি তুলেছেন যে, যেখানে সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি একটি ক্যাফের সামনে দাঁড়িয়ে ধোনি, সেখানে গাছ লাগিয়ে জঙ্গল বাঁচানোর কথা কী করে বলতে পারেন তিনি? যদিও ক্যাফের তরফে জানানো হয়েছে যে, বিভিন্ন ফেলে দেওয়া কাঠ অর্থাৎ বর্জ্য দিয়েই তৈরি হয়েছে ক্যাফেটি। (প্রতিবেদনের সঙ্গে দেওয়া রইল ধোনির সিমলা ভ্রমণের কিছু ছবি)।
সিমলায় আসার পর ধোনিকে ট্র্যাডিশনল টুপিতেই বরণ করে নেওয়া হয়।
বাবা বলতে অজ্ঞান ৬ বছরের মেয়ে। ধোনি-জিভার মিষ্টি ছবি সবসময় নেটিজেনদের মনে আলাদা জায়গা করে নেয়।
ফটোসেশন সেরে নিতে ভুললেন না সাক্ষী।
মা-মেয়ে মজে আছে নিজেদের মতো করে।
ধোনির সিমলার বাড়ি থেকে হিমাচলের অপরূপ শোভায় মজে সাক্ষী-জিভা।