MS Dhoni Hairstyles: সময়ের সঙ্গে বদলেছে হেয়ারস্টাইল! আপনার বিচারে কোন লুকসে সেরা ধোনি?
নিজস্ব প্রতিবেদন: ভারতের প্রাক্তন কিংবদন্তি অধিনায়ক এমএস ধোনি বরাবরই নিজের চুল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। ব্যাট হাতে অসাধারণ ফিনিশিংয়ের পাশাপাশি উইকেটের পিছনে বিদ্যুৎ গতির ক্ষীপ্রতা বরবার ধোনিকে বাকিদের থেকে আলাদা করেছে বাইশ গজে। আলোচনায় উঠে এসেছে ধোনির এই দুই দক্ষতার কথা। সময়ের সঙ্গে বদলে যাওয়া হেয়ারস্টাইল নিয়েও মাহি থেকেছেন চর্চায়। এই প্রতিবেদনে রইল ধোনির এখনও পর্যন্ত চর্চিত কিছু হেয়ারস্টাইল। এবার পাঠকরাই বিচার করে নিক কোন লুকসে ধোনি হাঁকিয়েছেন ছক্কা।
রাঁচির লম্বা সোনালি চুলের ছেলেটা বিধ্বংসী ব্যাটিংয়ে চমকে দিয়েছিলেন আবির্ভাবে। ২০০৬ সালে পাকিস্তান সফরেও ধোনির ছিল এই হেয়ারস্টাইল। সেসময় পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ মোহিত হয়েছিলেন ধোনির চুলে। এমনকী ধোনিকে এই চুলের স্টাইল রাখারই পরামর্শ দিয়েছিলেন তিনি। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে ধোনির ছিল এরকমই লম্বা চুল।
২০১১ সালে বিশ্বকাপ জেতার পর ধোনি কার্যত নেড়া হয়ে গিয়েছিলেন। শেষ বলে ছয় মেরে দেশকে বিশ্বকাপ জেতানো অধিনায়কের এই লুকসও ছিল চর্চায়
২০১৩ আইপিএলে মোহক হেয়ারকাটে চমকে দিয়েছিলেন ধোনি।
২০১০ সালের পর একাধিকবার ধোনি একদম ছোট ছোট করে চুল কেটে ধরা দিয়েছেন। 'দ্য় বাজ কাট' নামে পরিচিত এই হেয়ারস্টাইল
২০১৮ সালে কাঁচা-পাকা দাড়ি ও ছোট চুলে ধরা দিয়েছিলেন ধোনি। সল্ট-পেপার লুক নামেই পরিচিত ধোনির এই স্টাইল
২০১৮ সালেই আবার ধোনির 'দ্য ভি-হক' হেয়ারস্টাইল নিয়ে বিস্তর চর্চা হয়েছিল।
গতবছর এমএস ধোনির 'দ্য ফক্স হক' ঝড় তুলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিম ছিলেন ধোনির এই হেয়ারস্টাইলের কারিগর। অনেকের মতে এখনও পর্যন্ত ধোনির এই হেয়ারস্টাইলই সেরা।