করোনাভাইরাস আতঙ্ক! চেন্নাই শিবির ছাড়লেন এমএস ধোনি
বিশ্বকাপ সেমিফাইনালের পর আর তাঁকে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। আইপিএলে আবার দেখা যাবে তাঁকে। সেই আশায় বুক বেঁধেছিলেন এম এস ধোনির সমর্থকরা। আপাতত করোনাভাইরাস আতঙ্কের জন্য আইপিএল পিছিয়ে গিয়েছে। ধোনি সমর্থকদের অপেক্ষার মেয়াদ বাড়ল।
কিছুদিন আগেই চেন্নাইয়ের জার্সিতে ট্রেনিং শুরু করেছিলেন। তবে আইপিএল পিছিয়ে যাওয়ায় এবার চেন্নাই শিবির ছেড়ে বাড়ি ফিরলেন ধোনি।
২৯শে জুলাই আইপিএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিসিসিআই জানিয়েছে, ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত। ফলে চেন্নাইয়ের প্রস্তুতি শিবির শুরু হতে এখনও অনেকটা সময় বাকি।
চেন্নাইয়ের সমর্থকদের মন খারাপ। যাওয়ার আগে ভক্তদের দেদার অটোগ্রাফ বিলিয়ে গেলেন ধোনি। চেন্নাই শিবিরের তরফে টুইটে লেখা হল- এটা তোমার বাড়ি ধোনি। আপাতত ধোনি কিছুদিনের জন্য আমাদের বিদায় বলে গেল।
আর কিছুদিনের মধ্যেই চেন্নাইয়ের প্রস্তুতি শিবির শুরু হওয়ার কথা ছিল। ধোনি অবশ্য চলতি মাসের শুরু থেকেই সুরেশ রায়নাদের সঙ্গে ট্রেনিং শুরু করেছিলেন।