মন ভাল করা ছবি! ৮৭ বছর বয়সী ভক্তের সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন ধোনি
এমন এক ছবি, মন ভাল করে দেয়! ৮৭ বছর বয়সী এক ভক্তের সঙ্গে বসে চুটিয়ে আড্ডা দিচ্ছেন ধোনি।
এডিথ নামের এক ধোনি-ভক্ত মহিলা সিডনিতে ম্যাচ শুরুর অনেক আগে চলে এসেছিলেন। ছেলের হাত ধরে।
প্র্যাকটিস সেশনে মন ভরে ধোনিকে দেখবেন। বহু দিনের ইচ্ছে তাঁর। সেই ইচ্ছেপূরণ হল শনিবার। এডিথ প্রাণ ভরে শুধু ধোনিকে দেখলেনই না, তাঁর সঙ্গে চুটিয়ে আড্ডা দেওয়ারও সুযোগ পেলেন।
''আমি বহুদিন ধরে ধোনির ফ্যান। এভাবে ওর সঙ্গে দেখা করতে পারব, আশা করিনি। আজ আমার স্বপ্ন পূরণের দিন।'' বলে গেলেন এডিথ।
এডিথের ছেলে নরম্যান বলছিলেন, ''মা ধোনির যে কোনও ব্যাপার নিয়ে খুব কৌতুহলী। এমনকী, ধোনি মাঠের বাইরে কী কী করে তাও মা জানে।'' ধোনির সঙ্গে এক বেঞ্চে বসে বেশ কয়েকটা ছবি তুললেন এডিথ। আর হাসতে হাসতে ভক্তের আবদার মেটালেন এমএসডি।