কাল মাত্র ৩৪ রান করলেই আরও একটা মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন ধোনি

Suman Majumder Thu, 17 Jan 2019-10:26 pm,

ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ আপাতত ১-১। ফলে আজ সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ ফাইনালের সমান। এমন ম্যাচে ধোনি আবার একখানা বড়সড় রেকর্ড গড়ার মুখে দাঁড়িয়ে। 

গত ম্যাচে ধোনির দায়িত্বশীল ইনিংস নিয়ে এখনও প্রশংসা চলছে। অনেকেই বলছেন, ধোনি এখনও শেষ হয়ে যাননি। এখনও ভারতীয় দলের ফিনিশার হিসাবে তিনি নিজেকে দাবি করতে পারেন। 

চলতি সিরিজেই দেশের জার্সিতে একদিনের ক্রিকেটে দশ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ধোনি। এবার তিনি আরও একটা রেকর্ডের সামনে দাঁড়িয়ে। 

কাল তৃতীয় একদিনের ম্যাচে মাত্র ৩৪ রান করতে পারলেই ধোনি ছুঁয়ে ফেলবেন সেই রেকর্ড। 

অস্ট্রেলিয়ার মাটিতে চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসাবে এক হাজার রান পূর্ণ করার অনন্য রেকর্ড গড়তে পারেন ধোনি। অস্ট্রেলিয়ায় একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত ৯৬৬ রান করেছেন ধোনি। গড় ৪৩.৯০। 

এর আগে অস্ট্রেলিয়ায় একদিনের ক্রিকেটে এক হাজার রান করার রেকর্ড রয়েছে সচিন তেণ্ডুলকর, বিরাট কোহলি ও রোহিত শর্মার। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link