২০১৯ বিশ্বকাপে ধোনি খেলবেন? স্পষ্ট করল ভারতীয় ক্রিকেট বোর্ড
মহেন্দ্র সিং ধোনি ২০১৯ বিশ্বকাপে খেলবেন? এখনও পর্যন্ত পরিস্থিতি যা তাতে তাঁর খেলার সম্ভাবনাই প্রবল। যদিও ভারতীয় বোর্ড এখনই ধোনি সম্পর্কে নিজেদের অবস্থান বোঝাচ্ছে।
ধোনি-পরবর্তী যুগে ভারতীয় দলে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসাবে ঋষভ পন্থকে ভাবতে শুরু করেছে এদেশের ক্রিকেটমহল।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা ইঙ্গিত দিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের দল থেকে ধোনিকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে সুযোগ আসতে পারে ঋষভ পন্থের সামনে।
ব্যাটসম্যান ধোনির থেকেও বেশি প্রয়োজন অভিজ্ঞ ধোনি। ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে অনেকেই এখন এমন কথাই বলছেন।
ধোনির বদলে কী বিশ্বকাপের দলে ঋষভ পন্থকে নিয়ে ভাবতে শুরু করেছে বিসিসিআই? ভারতীয় ক্রিকেট সার্কিটে ইতিমধ্যে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। ব্যাসম্যান ধোনির সাম্প্রতিক অফ-ফর্ম নিয়ে বেজায় চিন্তায় রয়েছেন বোর্ড কর্তারা।
বিশ্বকাপের কথা মাথায় রেখে ইতিমধ্যে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা। সেখানে ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে।
উইকেটের পিছনে ধোনি রিফ্লেক্স এখনও সমান তালে চলছে। তবে ব্যাটসম্যান ধোনিকে নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় ভারতীয় বোর্ড। ভারতীয় ক্রিকেটমহলে ঋষভ পন্থকে ধরা হচ্ছে ধোনির উত্তরসূরী হিসাবে।
সংবাদ সংস্থা পিটিআই-কে এক বিসিসিআই কর্তা (নাম জানাতে অনিচ্ছুক) জানিয়েছেন, ''ধোনি যে ২০১৯ বিশ্বকাপে খেলবে, সেটা সবাই বুঝতেই পারছেন। কিন্তু তাতে ঋষভ পন্থের উপর কোনও প্রভাব পড়বে না। ওকে আমরা ছয় বা সাত নম্বর ব্যাটসম্যান হিসাবে ধরছি। ওর মধ্যে ম্যাচ ফিনিশ করে আসার দক্ষতা রয়েছে। ফলে ভারতীয় বোর্ড পন্থকে ভবিষ্যতের সম্ভাবনা হিসাবেই ধরছে।''