Spirit of Cricket Award! মাঠে Dhoni-র মতো সত্ কেউ নেই, জানাল ICC
দশ বছরে ক্রিকেট মাঠে এম এস ধোনির মতো সত্ ক্রিকেটার কেউ নেই। এমএসডিকে সম্মান দিয়ে জানাল আইসিসি।
ICC Spirit of Cricket Award পুরস্কার জিতলেন ধোনি। অবসর নেওয়ার পরও এমন সম্মান! ক্রিকেটের ইতিহাসে যা বিরল।
২০১১ সালে নটিংহাম টেস্টে ইয়ান বেল অদ্ভুতভাবে রান আউট হয়েছিলেন। কিন্তু শেষমেশ ধোনি তাঁকে মাঠে ডেকে নেন। সেই সময় ধোনির এমন উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছিল।
২০১১ সালে ধোনি Spirit of the Cricket award জিতেছিলেন। অবসরের পরও ধোনির সেই মহানুভবতা ফের প্রশংসিত হল।
এর আগে ধোনিকে ODI Team of the Decade-এর অধিনায়ক হিসাবে নির্বাচিত করেছিল ICC. এমনকী T20I Team of the Decade-এর অধিনায়কও তাঁকেই নির্বাচিত করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
ODI team of the decade- ধোনি ছাড়াও বিরাট কোহলি ও রোহিত শর্মা ছিলেন।
ক্রিকেটভক্তদের ভোট-এর ভিত্তিতে ICC Spirit of Cricket Award পুরস্কার জিতেছেন ধোনি।
এদিন আইসিসি-র তরফে টুইট করে ধোনির পুরস্কার জয়ের কথা জানানো হয়।
MS DHONI wins the ICC Spirit of Cricket Award of the Decade
The former India captain was chosen by fans unanimously for his gesture of calling back England batsman Ian Bell after a bizarre run out in the Nottingham Test in 2011.#ICCAwards | #SpiritOfCricket pic.twitter.com/3eCpyyBXwu
— ICC (@ICC) December 28, 2020