আফগানদের বিরুদ্ধে অধিনায়কের কুর্সিতে ফিরে একাধিক রেকর্ড ধোনির

Wed, 26 Sep 2018-10:39 pm,

এশিয়া কাপে সুপার ফোরে আফগানিস্তানের বিরুদ্ধে ফের মাঠে নামলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতের প্রবীণ অধিনায়ক হিসেবে রেকর্ড গড়লেন মাহি। তাঁর বয়স ৩৭ বছর ৮০ দিন। এর আগে মহম্মদ আজহারউদ্দিন ৩৬ বছর ১২৪ দিন বয়সে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন।

২০০ ম্যাচে দেশকে নেতৃত্ব দিলেন অধিনায়ক ধোনি। এর আগে দুশো পার করেছেন রিকি পন্টিং (২৩০) ও স্টিফেন ফ্লেমিং (২১৮)।

দীর্ঘদিন বাদে নেতৃত্ব দিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে টাই করেছেন মহেন্দ্র সিং ধোনি। এনিয়ে ৫টি টাই তাঁর কেরিয়ারে। যা বিশ্বরেকর্ড। রিচি রিচার্ডসন, শন পোলক ও স্টিভ ওয়াদের অধিনায়কত্বে ৩টি করে ম্যাচ টাই হয়েছিল।

২০০৭ সালে টিটোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক ধোনির আত্মপ্রকাশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টাই করেছিলেন ধোনি। অদৃষ্টের নিয়মে অধিনায়ক হিসেবে  সম্ভবত শেষ ম্যাচ টাই। 

বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনি- ২০১৮ সালে এই চারজন অধিনায়ক ভারতকে নেতৃত্ব দিয়েছেন। ২০১০-১১ মরসুমে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বীরেন্দ্র সহবাগ, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি ও গৌতম গম্ভীর। ১৯৯৯ সালে চারজন অধিনায়ক দলকে নেতৃত্ব দিয়েছেন। ১৯৫৯ সালে টেস্টেও ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন পাঁচজন আলাদা আলাদা অধিনায়ক। 

একদিনের ক্রিকেটে আফগানিস্তান ১৪ তম দেশ, যাদের বিরুদ্ধে অধিনায়কের দায়িত্ব সামলালেন মহেন্দ্র সিং ধোনি। ১৩টি দেশের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই রেকর্ড ভাঙলেন ধোনি। 

সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন ধোনি। সব ফর্ম্যাট মিলিয়ে ৫০৯টি ম্যাচ খেলেছেন রাহুল দ্রাবিড় ও ধোনি। তাঁদের আগে আছেন সচিন তেন্ডুলকর(৬৬৪)।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link