`তুই কি পাগল হয়ে গিয়েছিস?` সুশান্তের জন্য ফারহা যা করেন, ভাবতেও পারবেন না...
মুকেশ ছাবড়ার পরিচালনায় প্রথম সিনেমা দিল বেচারায় কাজ করবেন বলে বন্ধুকে আগেই কথা দিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। সেই অনুযায়ী, বিনা বাক্যব্যয়ে মুকেশের সিনেমায় কাজ করেন সুশান্ত। প্রিয় বন্ধুর মৃত্য়ুর পর সেই কথা বলতে গিয়ে কার্যত কেঁদে ফেলেন মুকেশ ছাবড়া
মুকেশ ছাবড়ার দিল বেচারায় সুশান্ত সিং রাজপুতের পাশাপাশি অভিনয় করেন সঞ্জনা সাঙ্ঘি। এই সিনেমায় যেমন সঙ্গীত পরিচালনা করেন এ আর রহমান, তেমনি কোরিওগ্রাফ করেন ফারহা খান
কোরিওগ্রাফির জন্য ফারহাকে পারিশ্রমিক জিজ্ঞাসা করতে গেলে, তিনি নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। ফারহা বলেন, 'মুকেশ তুই কি পাগল হয়ে গিয়েছিস? এটা তোর প্রথম ছবি। তুই আমার ভাই। তোর প্রযোজককে বলিস, এই সিনেমায় আমি বিনামূল্যে কোরিওগ্রাফ করলাম শুধুমাত্র তোর এবং সুশান্তের জন্য।'
ফলে দিল বেচারার কোরিওগ্রাফির জন্য ফারহা খান এক টাকাও নেননি সুশান্তের জন্য
সেই কারণে সুশান্তের মৃত্য়ুর পর মন থেকে ভেঙে পড়েন ফারহা খান