লোকসভা নির্বাচনে তৃণমূলের আসন `বেঁধে দিলেন` মুকুল রায়
লোকসভায় তৃণমূল কংগ্রেস কটি আসন পাবে, দেবীপক্ষের সূচনায় বেঁধে দিলেন বিজেপি নেতা মুকুল রায়।
এদিন উত্তর ২৪ পরগনার হালিশহরের বাঁধাঘাটে তর্পণ করতে আসেন মুকুল রায়।
সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, লোকসভায় পশ্চিমবঙ্গে ২০টির বেশি আসন পাবে না তৃণমূল।
প্রসঙ্গত, পঞ্চায়েতের পর পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের দায়িত্বও মুকুল রায়ের কাঁধে ন্যস্ত করেছে বিজেপি।
এদিন তর্পণ সেরে উঠে সাংবাদিকদের মুকুল রায় বলেন, "পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা হয়েছে। এবার বাংলাতেও শুভ শক্তির উদয় হোক।"
"বাংলায় এখন অশুভ শক্তি বিরাজ করছে", বলে দাবি করেন তিনি।
পাশাপাশি দিলীপ ঘোষ সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে মুকুল রায় বলেন, "মাথা খারাপ হয়ে গিয়েছে।"
"অবিলম্বে ওনার কোনও মস্তিষ্ক বিশারদকে দেখানো উচিত।"