রাজ্যে আধাসেনা নামানো নিয়ে দিলীপ-মুকুল `দ্বৈরথ`, প্রকাশ্যে মতভেদ

Thu, 14 May 2020-1:37 pm,

অঞ্জন রায় : একজন দাবি করেছিলেন রাজ্যে আধাসেনা নামানো হোক। অন্যজন বললেন, না, রাজ্যে আধাসেনা নামানোর কোনও প্রশ্ন-ই নেই। আর এই আধাসেনা ইস্যুকে কেন্দ্র করেই 'প্রকট' হয়ে উঠল রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্বের মধ্যে 'মতপার্থক্য'।

প্রথমটির বক্তা ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দ্বিতীয়টির বক্তা বিজেপি নেতা মুকুল রায়। দিলীপ ঘোষ দাবি করেছিলেন, "এরাজ্যে সরকার ব্যর্থ। সামরিক বাহিনী নামানো হোক। রাজ্য সরকার কনটেইনমেন্ট জোনের ভাষা বদলে দিয়েছে। এর ফলে আরও সমস্যা হবে।"

 

যদিও বিজেপি নেতা মুকুল রায় খানিকটা 'উল্টো সুরেই' গেয়েছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, "পুলিস তাদের নিজেদের দায়িত্ব বুক চিতিয়ে পালন করছে। যাঁরা পরিচালনা করছেন, তাঁদের দায়িত্ব ঠিকভাবে কাজ করা। সেটা হচ্ছে না। তাই আধা সামরিক বাহিনী নামানোর প্রশ্ন নেই।"

প্রসঙ্গত, বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিজেপি সাংসদদের  আটকে দেওয়া হচ্ছে। ত্রাণ দিতে দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রীর মত মুখ্যমন্ত্রীকেও সবাইকে নিয়ে চলার আহ্বান জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। পাশাপাশি তাঁরা আরও বলেন, শ্রমিকদের জন্য ৩০০ ট্রেন চালানোর কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী। তবে দেখতে হবে এরা যেন কোনওভাবেই কেরিয়ার অথবা বাহক না হন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link