মমতা রাজ মে চুল্লু মিলি, ঘুম ঘুম কে পিও, খোঁচা মুকুলের
অঞ্জন রায়: রাজ্যের প্রতিটি জেলায় মদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এমনকি ২০০০টি গ্রামে খুচরো দোকান খুলতে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের বিরোধিতায় এবার সরব হলেন বিজেপি নেতা মুকুল রায়। মনে করিয়ে দিলেন, বিরোধী থাকাকালীন ঢালাও মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বিরোধী নেত্রী মমতার কথা স্মরণ করিয়ে মুকুল রায় বলেন,''তখন মমতা বলতেন, কৃষ্ণ রাজ মে ঘি মিলি, রাম রাজ মে দুধ, বুদ্ধ রাজ মে চুল্লু মিলি, ঘুম ঘুম কে পিও''।
এরপরই মুকুল রায়ের খোঁচা, মমতা রাজ মে চুল্লু মিলি, ঘুম ঘুম কে পিও।
মুকুলের কথায়,''যুবকদের মদ্যপানে উত্সাহিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা যুব সমাজের অবক্ষয়ের কারণ''।
মুকুল মনে করিয়ে দেন, অন্য রাজ্যে মদ বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে। আর বাংলায় মদ বিক্রি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
গ্রামে গ্রামে খুচরো মদের দোকান খুলতে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন। ধাপে ধাপে কমবেশি ২০০০টি মদের দোকান খোলা হবে।
যে সব গ্রামে এখনও মদের দোকান, সেই সব জায়গাতেই খোলা হবে খুচরো মদের দোকান। নবান্ন সূত্রে খবর, আবগারি দফতর প্রস্তাব পাঠিয়েছিল। তাতে সায় দিয়েছে অর্থ দফতর।
মদ বাবদ রাজস্থ আদায় হয় প্রায় ১০ হাজার কোটি কাটা। ২০০টি অতিরিক্ত দোকান খুলতে পারলে তা অনেকটাই বেড়ে যাবে বলে আশা নবান্নের।
শনিবারই নবান্নের তরফে নির্দেশিকা জারি করে জানান হয়, প্রতিটি জেলায় মদের দোকান খুলবে রাজ্য সরকার। ঋণের ভারে জর্জরিত রাজ্যের আয় বাড়াতে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এবার জানা গেল, গ্রামে গ্রামে খোলা হবে খুচরো মদের দোকান।