লোকসভার আগে মলাটে আসছে `আমি মুকুল বলছি`
অঞ্জন রায়: রাজনীতির ময়দানে সাবলীল বিচরণের পর এবার লেখকের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন মুকুল রায়।
রাজনৈতিক জীবনে ওঠা-নামা নিয়ে মুকুল রায় লিখতে চলেছেন নিজের আত্মজীবনী।
বইমেলার আগেই মলাটে প্রকাশিত হতে চলেছে মুকুলের জীবনের দস্তাবেজ। নাম 'আমি মুকুল বলছি'।
তৃণমূলের গোড়াপত্তন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন মুকুল রায়। তাঁর বাল্যকালও থাকছে বইয়ের পাতায়।
স্বাভাবিকভাবেই বইয়ে থাকবে তৃণমূলের নানা অজানা কথা। বিজেপিতে যোগদানের পর তাঁর অভিজ্ঞতা ঠাঁই পাচ্ছে আত্মজীবনীতে।
বইমেলার আগেই বইটি প্রকাশিত হবে বলে নিশ্চিত করেছে বিজেপি নেতা মুকুল রায়। তবে প্রকাশনা সংস্থার নাম গোপন রেখেছেন। সেক্ষেত্রে বইমেলাতেও মিলতে পারে, 'আমি মুকুল বলছি'।
মমতা বন্দ্যোপাধ্যায় ও বুদ্ধদেব ভট্টচার্যরাও নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন। এবার সেই তালিকায় নতুন সংযোজন মুকুল রায়ের আত্মজীবনী।
লোকসভা ভোটের আগে মুকুল রায়ের বই প্রকাশ তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। নানা বিতর্কিত বিষয়ের অবতারণা নিশ্চিতভাবেই করবেন মুকুল রায়। আর তার জেরে বঙ্গের রাজনীতিতে ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। পদ্মশিবিরে নিজের প্রথম আত্মপ্রকাশে রানি রাসমণি রোডের সভায় বোমা ফাটিয়েছিলেন মুকুল রায়। তেমনই কিছু বইয়ে থাকতে পারে বলে জল্পনা।