Mumbai Ahmedabad Bullet Train: তারিখ পে তারিখ আর নয়, বুলেট ট্রেন কবে চালু হবে জানালেন রেলমন্ত্রী
কখনও জমিজট, কখনও পরিবেশগত কারণে মুম্বই-আহমেদাবাদ বুটেল ট্রেনের কাজের গতি থমকে যাচ্ছিল। তবে এবার আর তারিখ পে তারিখ নয়। বুলেট ট্রেনর যাত্রাপথের একাংশ চালু হয়ে যাবে ২০২৬ সালে।
মঙ্গলবার এমনটাই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, ২০২৬ সালে দেশের প্রথম বুলেট ট্রেনের একাংশ চালু হয়ে যাবে।
অশ্বিনী বৈষ্ণব বলেন, কেন্দ্র সরকার মুম্বই-আহমেদাবাদ ৫০৮ কিলোমিটার বুলেট ট্রেনের সুরাট থেকে বিলিমোরা পর্যন্ত চালু হয়ে যাবে। আর গোটা পথে ট্রেন চলবে ২০২৮ সালে।
এই ট্রেন চালু হয়ে গেলে তা দেশের অর্থনীতির উপরে প্রভুত প্রভাব ফেলবে। রাস্তার দুধারের শহর ও নগরগুলির জীবনযাত্রা বদলে যাবে।
রেলমন্ত্রীর কথা অনুযায়ী বুলেটে ট্রেনে ব্যবহার করা হবে জাপানের সিঙ্কেনসেন প্রযুক্তি। এতে খরচ হবে ১.১০ লাখ কোটি টাকা। থানে থেকে মুম্বই পৌঁচে এটি সমুদ্রের নীচে একটি টানেলের মধ্য দিয়ে যাবে।