খুদে ক্রিকেটার টপকে গেল রোহিতের ২৬৪, টিটকিরি খেলেন `শর্মাজি`

Suman Majumder Fri, 01 Mar 2019-5:00 pm,

একদিনের ক্রিকেটে তাঁর তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে। ক্রিকেট বিশ্বে যা আর কারও নেই। ওডিআই ক্রিকেটে ২৬৪ রানের রেকর্ড রয়েছে রোহিত শর্মার। ২০১৪-র নভেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি এই রেকর্ড ইনিংস খেলেছিলেন।

স্কুল স্তরের এবার ২৬৫ রান করল মুম্বইয়ের অভিনব সিং। খাতায়-কলমে এই ইনিংস রোহিতকে টপকানো রেকর্ড হিসাবে ধরা হবে না। কিন্তু এই নিয়ে রোহিত শর্মাকে টিটকিরি শুনতে হল।

টিটকিরি এল রোহিত শর্মার আইপিএল দল মুম্বইয়ের তরফে। 

.@ImRo45, we've got someone who has bettered your 264  Rizvi Springfield's Abhinav Singh struck 265 in his side's win on Day 1 of the MI Inter-School Cricket Tournament #CricketMeriJaan pic.twitter.com/SUwVbi0dkO

— Mumbai Indians (@mipaltan) February 27, 2019

'রোহিত, আমরা একজনকে পেয়ে গিয়েছি যে তোমার ২৬৪-র থেকে ভাল রেকর্ড গড়েছে।' এমনটা লিখেই রোহিত শর্মাকে টিটকিরি দিল মুম্বই।

মুম্বই ইন্ডিয়ান্সের ইন্টার স্কুল টুর্নামেন্টে রিজভি স্প্রিংফিল্ডের অভিনব ২৬৫ রানের ইনিংস খেলল। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link