খুদে ক্রিকেটার টপকে গেল রোহিতের ২৬৪, টিটকিরি খেলেন `শর্মাজি`
একদিনের ক্রিকেটে তাঁর তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে। ক্রিকেট বিশ্বে যা আর কারও নেই। ওডিআই ক্রিকেটে ২৬৪ রানের রেকর্ড রয়েছে রোহিত শর্মার। ২০১৪-র নভেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি এই রেকর্ড ইনিংস খেলেছিলেন।
স্কুল স্তরের এবার ২৬৫ রান করল মুম্বইয়ের অভিনব সিং। খাতায়-কলমে এই ইনিংস রোহিতকে টপকানো রেকর্ড হিসাবে ধরা হবে না। কিন্তু এই নিয়ে রোহিত শর্মাকে টিটকিরি শুনতে হল।
টিটকিরি এল রোহিত শর্মার আইপিএল দল মুম্বইয়ের তরফে।
.@ImRo45, we've got someone who has bettered your 264 Rizvi Springfield's Abhinav Singh struck 265 in his side's win on Day 1 of the MI Inter-School Cricket Tournament #CricketMeriJaan pic.twitter.com/SUwVbi0dkO
— Mumbai Indians (@mipaltan) February 27, 2019
'রোহিত, আমরা একজনকে পেয়ে গিয়েছি যে তোমার ২৬৪-র থেকে ভাল রেকর্ড গড়েছে।' এমনটা লিখেই রোহিত শর্মাকে টিটকিরি দিল মুম্বই।
মুম্বই ইন্ডিয়ান্সের ইন্টার স্কুল টুর্নামেন্টে রিজভি স্প্রিংফিল্ডের অভিনব ২৬৫ রানের ইনিংস খেলল।