সুশান্তকে তৈরি করেছে মুম্বই, বিহার এত চিন্তিত কেন অভিনেতাকে নিয়ে? প্রশ্ন শিবসেনার
সুশান্ত সিং রাজপুত একজন মুম্বইকার ছিলেন। ওঁকে তৈরি করেছিল মুম্বই কিন্তু বিহার কেন সুশান্তকে নিয়ে এত চিন্তা প্রকাশ করছে? সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে এমনই মন্তব্য করলেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত
জি নিউজের এক সাক্ষাতকারে সঞ্জয় রাউত বলেন, সুশান্তের মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হতে তুলে দেওয়া হয়েছে ঠিকই কিন্তু নিজেদের তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাবে মুম্বই পুলিস
বিশ্বজোড়া খ্যাতি রয়েছে মুম্বই পুলিসের। তাই সুসান্তের মৃত্যুর তদন্ত কীভাবে কোন পথে এগোতে হবে, তার জন্য কারও পরামর্শ মুম্বই পুলিসকে নিতে হবে বলে না তোপ দাগেন সঞ্জয় রাউত
সুশান্তের মৃত্যুর তদন্তে বর্তমানে রাজনীতির খেলা চলছে। সেই কারণে মুম্বই পুলিস তদন্ত শুরু করলেও, তা এবার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন শিবসেনার এই শীর্ষ স্থানীয় নেতা। পাশাপাশি সুশান্তকে নাম, যশ, প্রতিপত্তি সবকিছু এনে দিয়েছে মুম্বই। তাই বিহারের এ বিষয়ে আলাদা করে চিন্তা দেখানোর প্রয়োজন নেই বলেও স্পষ্ট জানান সঞ্জয় রাউত
প্রসঙ্গত সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুতে শিবসেনার কোনও নেতা, মন্ত্রী জড়িত রয়েছেন বলে অভিযোগ করা হয়। এমনকী, মুম্বই পুলিস মহারাস্ট্রের কোনও প্রবাবশালীকে আড়াল করতে চাইছে বলেও অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানে। ধর্ষণের পর দিশাকে খুন করা হয় বলেও অভিযোগ করেন রানে
এমনকী, দিশার ধর্ষণ এবং খুনের বিষয়ে সুশান্ত সব জানতে পেরেছিলেন। সেই কারণেই তাঁকেও খুন করা হয়েছে বলে তোপ দাগতে শুরু করে বিজেপি। যে বিষয়ে মুখ খোলেন উদ্ধব ঠাকরের ছেলে আদিতয ঠাকরে। দিশা এবং সুশান্তের মৃত্যুতে ইচ্ছে করে তাঁদের দিকে কাঁদা ছেটোনো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি
পাশাপাশি বলিউডের সেলেবদের সঙ্গে ভাল সম্পর্ক রাখা কোনও দোষের কাজ নয় বলেও আদিত্য মন্তব্য করেন। মুখ্যমন্ত্রীর ছেলের ওই মন্তব্যের পর এ বিষয়ে পালটা মুখ খোলেন সঞ্জয় রাউত। তিনি বলেন, আদিত্যর বিরুদ্ধে ইচ্ছা করে কাঁদা ছেটোনো হচ্ছে
মহারাস্ট্র সরকার এবং মুখ্যমন্ত্রীকে ফাঁদে ফেলতেই বিরোধীরা চক্রন্ত করছে বলেও দাবি করেন শিবসেনার মুখপাত্র। আদিত্য ঠাকরের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন বলেও দাবি করেন সঞ্জয় রাউত