COVID-19 টেস্ট করাতে কোনওভাবেই রাজি নন রেখা, ওনার পরীক্ষা করা দরকার, বলছেন মেয়র
মুম্বই সহ গোটা মহারাষ্ট্রে করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হয়েছে। এদিকে কিছুতেই বৃহন্মুম্বই পুরসভাকে করোনা টেস্ট করাতে দিচ্ছেন না রেখা। বর্ষীয়ান অভিনেত্রী কাণ্ডকারখানায় হতবাক পুরসভা।
এদিকে রেখার বাড়ির ৪ জন কর্মী ইতিমধ্যেই COVID-19 এ আক্রান্ত। তাঁরা এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। খুব স্বাভাবিকভাবেই তাই অভিনেত্রী রেখারও করোনা টেস্ট করা প্রয়োজন।
এদিকে বর্ষীয়ান অভিনেত্রী কোনওভাবে COVID-19 টেস্ট করাতে চাইছেন না। অগত্যা অভিনেত্রীকে রাজি করাতে ময়দানে নামলেন মেয়র কিশোরী পেডনেকর।
মুম্বইয়ের মেয়র মেয়র কিশোরী পেডনেকরের কথায়, '' অভিনেত্রী রেখার করোনার কোনও উপসর্গ থাকুক বা নাইবা থাকুক, ওনার সোয়াব পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। কারণ, ওনার যথেষ্ঠ বয়স হয়েছে। উনি এটা এড়িয়ে যেতে পারেন না। ''
এদিকে রেখা স্পষ্ট জানিয়েছে, ''আমার কোনও সমস্যা হচ্ছে না, তাই এখনই কোনও পরীক্ষা করাতে চাই না। করাতে হলে ব্যক্তিগতভাবে পরীক্ষা করাবো''
জানা যাচ্ছে, বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড এলাকায় নিজের বাংলোতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন রেখা। তাঁর বাংলোর একটি অংশ সিলও করে দিয়েছে BMC।
তবে বর্ষীয়ান অভিনেত্রী কীভাবে এমনটা করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
এদিকে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের শারীরিক অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে বলে জানান মেয়র।