Debojyoti Mishra: এবার বাংলা ক্যালেন্ডারে অঙ্কনশিল্পী দেবজ্যোতি মিশ্র…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেবজ্যোতি মিশ্র একাধারে যন্ত্রী, সুরকার, সঙ্গীত আয়োজক, আবহসঙ্গীত পরিচালক, গায়ক অন্যদিকে একজন দক্ষ চিত্রশিল্পী। তাঁর তুলির টানে কখনো মূর্ত হয়েছে সলিল চৌধুরী, কখনো সত্যজিৎ কখনো যন্ত্রসংগীত শিল্পীরা, নৃত্যশিল্পী, পাশ্চাত্য যন্ত্রসংগীত শিল্পীর দল, কখনো বা বাংলার মাটির বাউল।
এ শহর আগে দেখেছে চিত্রশিল্পী দেবজ্যোতি মিশ্রের প্রদর্শনী।এবার তাঁর আঁকা ছবি বাংলা নববর্ষের ক্যালেন্ডারে প্রকাশ পেতে চলেছে।
সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন যাঁরা সারাবছর নানা সচেতনতামূলক কর্মকান্ডে জড়িত থাকেন এবার আগামী ১৬ এপ্রিল শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরে প্রকাশ করতে চলেছেন এই বিশেষ ক্যালেন্ডার "গানের ভিতর দিয়ে"।
পয়লা বৈশাখে প্রকাশ পাচ্ছে দেবজ্যোতি মিশ্র সুরারোপিত ছবি শেষ পাতা। তবে শুধু শেষ পাতায় নয়, ছয় পাতার এই দেওয়াল ক্যালেন্ডারে থাকছে পাতায়, পাতায় দেবজ্যোতি মিশ্রের আঁকা ছবি ।
সঙ্গীত জীবনের অবদানের জন্য থাকছে বিশেষ সম্মান।এই উদ্যোগের নেপথ্যে মূল কারিগর সংস্থার সম্পাদক সঞ্জীব আচার্য
সুর থেরাপির কাজ করে। গানের মধ্যে দিয়ে জীবনের উদযাপন সব সময় ভালো লাগার। তাই একজন সঙ্গীত শিল্পীর আঁকা ছবির মধ্য দিয়ে জীবনের নানা মুহূর্তের গল্প বলা হলো এই ক্যালেন্ডারে।