Durga Puja 2024 : এবার কলকাতার এই পুজো প্যান্ডেলগুলি না দেখলেই নয়..
আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব উত্তর কলকাতার প্রায় ১০০ বছরের পুরোনো পুজো। বাগবাজার লঞ্চ ঘাটের কাছের এই প্যান্ডেলটি এর ঐতিহ্য এবং সাবেকিয়ানার জন্য় বিখ্য়াত।
দমদম পার্ক তরুণ সংঘ দুর্গোৎসব রঙিন থিম এবং এর শৈল্পিক অভিব্যক্তির জন্য় বিখ্য়াত। প্রতি বছর এখানকার থিমে থাকে অভিনবত্বের ছোঁয়া।
কলকাতার সবথেকে বড়ো দুর্গাপুজোগুলির মধ্য়ে অন্য়তম পুজো হল সিকদার বাগান সাধারণ দুর্গোৎসব। ১৯১৩ সাল থেকে এই পুজো হয়ে আসছে, বলা হয় যে এটি শহরের সবচেয়ে প্রাচীন পুজো।
সুরুচি সংঘ এর রঙিন থিম এবং জাকজমকপূর্ন প্যান্ডেলের জন্য় বিখ্য়াত। ২০০৩ সালে সুরুচি সংঘকে সেরা-সজ্জিত প্যান্ডেল হিসাবে ঘোষণা করা হয়।
লেক টাউন আদিবাসী বৃন্দা এর সামাজিকভাবে প্রাসঙ্গিক থিমগুলির জন্য অন্য় পুজো প্যান্ডেলগুলি থেকে আলাদা। এটি সাধারণত গ্রামীণ জীবন, তীর্থযাত্রা এবং বর্তমান ঘটনাগুলিকে থিমের মধ্য়ে দিয়ে ফুটিয়ে তোলে।
নলিন সরকার স্ট্রিট দুর্গোৎসব কলকাতার একটি ঐতিহ্যবাহী দুর্গোৎসব। এখানকার থিম মানুষকে ভাবুক করে তোলে। এখানকার অভিনব থিম এবং শিল্পভাবনার অপরূপ চমকের জন্য় এই প্যান্ডেল বিখ্য়াত।