``আমার ভিডিয়ো বিক্রি করে ও টাকা রোজগার করে``, স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক পুনম পান্ডে
স্বামী শ্যাম বম্বের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করেছেন পুনম পান্ডে। বিয়ের ১২ দিনের মাথায় স্বামী শ্যাম বম্বের সঙ্গে পুনমের সম্পর্ক তিক্ততায় পরিণত হয়েছে।
এবার স্বামীর বিরুদ্ধে আরও ভয়ানক অভিযোগ আনলেন মডেল, অভিনেত্রী। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে পুনম জানিয়েছেন, তাঁর ভিডিয়ো বিক্রি করে তাঁর স্বামী শ্যাম বম্বে টাকা রোজগার করেন।
পুনমের কথায়, ''আমার সম্পর্কে বিভিন্ন কিছু প্রতিবেদনে বের হচ্ছে, কিছু লোকজন আমার খারাপ কথা বলছেন, বুঝতে পারছি না কেন! তবে আমি একটুও মিথ্যা বলছি না। এই মুহূর্তে এই লোকটি (শ্যাম বম্বে) আমার সামনেই বসে রয়েছে। আমি ওর সামনেই বলছি ও আমার ভিডিয়ো বিক্রি করে টাকা রোজগার করে। আর লোকজন আমার সম্পর্কেই খারাপ কথা বলছেন।''
প্রসঙ্গত এর আগে পুনম সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ''শ্যাম ও আমার মধ্যে একটি বিষয় নিয়ে তর্ক হচ্ছিল, যেটি সেদিন বেড়ে যায়। আর এরপরেই ও আমার মারতে শুরু করে। আমার এমনভাবে চেপে ধরেছিল, যে মনে হচ্ছিল আমি মরেই যাব। ও আমার মুখে ঘুষি মারল, তারপর চুল ধরে টেনে আমার মাথা বিছানার ধারে বেঁধে দিল। হাঁটু চেপে আমার শরীরের উপর বসে মারতে শুরু করল''।
পুনমের দাবি, ''গত দেড় বছর ধরেই আমি এই খারাপ সম্পর্কে ছিলাম, তবে আমার ধারনা ছিল, যদি আমি ওকে বিয়ে করি, তাহলে হয়ত সব ঠিক হয়ে যাবে। তবে এখন দেখছি, বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করলাম।''
পুনম আরও জানান, ''শ্যাম বম্বে ইতিমধ্যেই ওর ইনস্টাগ্রাম থেকে আমার সব ছবি মুঝে ফেলেছে, যদিও আমি এখনও মুছতে পারিনি।''
মডেল অভিনেত্রীর কথায়, ''আমি যাতে FIR তুলে নি, সেকারণে রোজই শ্যাম আমার কাছে কান্নাকাটি করছে। কী করব জানি না। ওর কথায়, ও আর এমনটা করবে না।''
পুনমের দাবি অনুযায়ী, তাঁর স্বামী শ্যাম তাঁকে এমন মেরেছে যে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।