`নির্বোধদের জন্য নয়, আমার টুইট বোঝেন বুদ্ধিমান মানুষ` : Kangana Ranaut
আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে কঙ্গনা রানাউতের 'মার্কসবাদী' বলে সম্মোধন করার জেরে জোর বিতর্ক শুরু হয়েছে সামাজিক মাধ্যমে
জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর তাঁকে মার্কসবাদী বলে সম্মোধন করেন কঙ্গনা। এরপরই কঙ্গনাকে 'বোকা' এবং 'অজ্ঞান' বলে পালটা কটাক্ষ করেন এক নেট নাগরিক। সংশ্লিষ্ট ওই মার্কিন লেখক কঙ্গনাকে বোকা এবং অজ্ঞান বলে কটাক্ষ করায় তাঁর বিরুদ্ধে তেড়ে ওঠেন বলিউড অভিনেত্রী
কঙ্গনা বলেন, তিনি যে টুইটগুলি করেন, সেগুলি বুদ্ধিমান মানুষদের জন্য। নির্বোধরা তাঁর টুইট দেখে বা পড়ে কিছু বুঝতে পারবেন না বলে স্পষ্ট জানান কঙ্গনা। শুধু তাই নয়, তিনি যা করেন বা বলেন, তা বিস্তারিতভাবে কাউকে বোঝানোর মতো সময় তাঁর হাতে নেই।
এরপরই আমেরিকার ওই লেখককে নির্বোধ বলে কটাক্ষ করেন কঙ্গনা রানাউত। বলিউড কুইনের ওই টুইট প্রকাশ্য আসার পর থেকেই তা নিয়ে ফের একদফা জোর জল্পনা শুরু হয়ে যায়
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের একাংশের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন কঙ্গনা। কখনও বলিউডের একাংশের সঙ্গে মাদক ব্যবসায়ী এবং পাচাকারীদের সঙ্গে যোগ রয়েছে বলে আক্রমণ করেন কঙ্গনা। আবার কখনও বলিউড স্বজনপোষণের জায়গা বলেও মন্তব্য করেন অভিনেত্রী