মুখ গোরুর মতো; রয়েছে ৪টি ডানা, অদ্ভূত জীব ভেসে এল সৈকতে
ব্রিটেনের অ্য়ানিসডালের সৈকতে ভেসে এল অদ্ভূত দর্শন প্রাণীর মৃতদেহ। প্রায় ১৫ ফুট লম্বা ওই ধরনের কোনও প্রাণী এলাকার মানুষজন ছবিতেও দেখেননি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই হইচই চারদিকে।
গত ২৯ জুলাই ওই অদ্ভূতদর্শন প্রাণী ভেসে আসে অ্যানিসডালের সৈকতে। এলাকাবাসীরা সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রাণীটির দেহ চারটে পাখনা রয়েছে। গায়ে লোমে ঢাকা। মুখটা খানিকটা গোরুর মতো।
কেউ কেউ জানিয়েছেন, প্রাণীটির দেহের সঙ্গে কিছু একটা জিনিস লেগে রয়েছে। মনে হচ্ছে যেন সন্তান প্রসব করতে গিয়েই তার মৃত্যু হয়েছে লোমশ প্রাণীটির।
সৈকতের বালিতে পড়ে থাকা প্রাণীটির ছবি অ্যানিসডালের মানুষজন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এবং সেটি ভাইরালও হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ মন্তব্য করেছেন, এটি কোনও লোমওয়ালা স্তন্যপায়ীর মৃতদেহ হবে। কেউ বলেছেন, নতুন প্রজাতির হাঙর হতে পারে। কেউ কেউ আবার লিখেছেন গোরু, ঘোড়া নাকি অন্যকিছু।